প্রশ্নোক্ত মন্তব্যটির মধ্য দিয়ে প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন যার যে বিষয়ে জ্ঞান বা দক্ষতা নেই তার সে বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।সাময়িক সাহিত্য মূলত ঘটে যাওয়া সমসাময়িক ঘটনা কিংবা বিষয়কে কেন্দ্র করে রচিত হয়। কিন্তু যারা এই সাময়িক সাহিত্য রচনা করেন তাদের অনেকেরই সেসব বিষয়ে পূর্ণ জ্ঞান বা দক্ষতা থাকে না। তারা অতিশয় ভাবাবেগে আচ্ছন্ন হয়ে বা আপন খেয়ালের বশে সাহিত্য রচনা করেন। যার ফলে সাহিত্যটি উৎকৃষ্ট মান লাভ করে না। অথবা কিছু সময় পরে তার সাহিত্য মূল্য হারায়। তাই প্রাবন্ধিক মনে করেন, যার যে বিষয়ে দক্ষতা বা অধিকার নেই, তার সে বিষয়ে হস্তক্ষেপ করা অকর্তব্য।