সহজ-সরল ভাষাই রচনার শ্রেষ্ঠ অলংকার- এ বিষয়টি স্পষ্ট করতে প্রাবন্ধিক আলোচ্য উক্তিটি করেছেন।লেখকের উদ্দেশ্য থাকে মনের ভাব পাঠকের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু অনেক সময় দেখা যায়, রচনার ভাষা এত জটিল হয়ে পড়ে যে, পাঠক তা বুঝতে পারেন না। যিনি সোজা কথায় মনের ভাব পাঠককে বোঝাতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। কারণ লেখার উদ্দেশ্য হলো সরল ভাষায় পাঠককে বোঝানো। তাই প্রাবন্ধিক বলেছেন, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হলো সরলতা।