বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে উল্লিখিত নিয়মগুলো মেনে চললে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হতে থাকবে।প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধে নতুন লেখকদের প্রতি বিভিন্ন নিয়মের কথা বলেছেন। এই নিয়মগুলোর মধ্যে প্রাবন্ধিক যশ কিংবা টাকার জন্য লিখতে নিষেধ করেছেন। দেশ ও সমাজের মঙ্গল না হলে সেই লেখা বর্জন করতে বলেছেন। অসত্য ও ধর্মবিরুদ্ধ কথা কিংবা লেখার মাধ্যমে পরপীড়ন বা স্বার্থসাধন হয় তেমন লেখা থেকে বিরত থাকতে বলেছেন। তাছাড়া প্রাবন্ধিক লিখেই প্রকাশ করতে ও বিদ্যা প্রকাশের চেষ্টা করতে এবং অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টা করতে নিষেধ করেছেন। এমনকি লেখা বারবার বন্ধুদের পড়ে শোনাতে, সহজ ভাষায় লেখা উপস্থাপন করতে, কাউকে অনুকরণ না করতে এবং প্রমাণহীন কথা লেখায় উপস্থাপন করতে নিষেধ করেছেন। প্রাবন্ধিক মনে করেন এ নিয়মগুলো মেনে চললে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হতে থাকবে।