Our Disclaimer Page

আমাদের প্লাটফর্ম কর্তৃপক্ষ এমন কোনো ধরনের সনদ প্রদান করেনা যে, এখানে প্রকাশ প্রাপ্ত সকল তথ্য সঠিক কিংবা নির্ভুল।এই প্লাটফর্মে প্রকাশিত তথ্যের উদ্দেশ্য শুধুমাত্র পাঠকদের সাধারণ তথ্য সরবরাহ করে তাদেরকে সাধারণ ধারণা দেওয়া।

তবে কেউ যদি এমন কিছু পোস্ট করে যা এদেশের কিংবা অন্য কোন পার্শ্ববর্তী দেশের আইন, কপিরাইট আইন, ধর্মীয় বিধান লঙ্ঘন করে তাহলে সেই পোস্টটি আমাদের কর্তৃপক্ষের নজরে আসলে সেই সব তথ্য বিনা নোটিশে মুছে ফেলা হবে এবং যে সদস্য এই পোস্ট করবেন তার বিরুদ্ধে এক বা একাদিক ব্যবস্থা নিতে পারবে এই প্লাটফর্ম কর্তৃপক্ষ।

অর্থাৎ আমাদের সার্ভারে কোনো ফাইল অযথা যেকোনো ছবি, অডিও ভিডিও পোস্ট করার কোনো সুযোগ নেই, করলে কৃর্তপক্ষের নজরে আসার সাথে সাথেই ডিলেট করে দেয়া হবে।

বিশেষ করে এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্যের জন্য আমাদের কৃর্তপক্ষ দায়ী থাকবে না বরং যে সদস্য বা ব্যক্তি উক্ত পোস্ট করবে সেই তথ্যের জন্য উক্ত ব্যক্তিই দায়ী থাকবে।
সুস্বাগত Answerpori পক্ষ থেকে, আপনার মনে জাগা চমৎকার প্রশ্নটি করে ফেলুন এবং এই প্লাটফর্মের সদস্যদের থেকে সমাধান নিন খুব সহজেই।
...