অনুপমের মামা সেকরা দিয়ে গহনা পরখ করেছিলেন। সেকরা দাঁড়িপাল্লা ও কষ্টিপাথর নিয়ে মেঝেতে বসেছিল। কন্যার বাবা মেয়ের গা থেকে সমস্ত গহনা খুলে এনে সামনে দেন। মামা নোটবইয়ে গহনাগুলোর ফর্দ টুকে নেন, পাছে যা দেখানো হয়েছে তার কোনোটা কম পড়ে। মামা হিসাব করে দেখেন, যে পরিমাণ গহনা দেওয়ার কথা ছিল তার চেয়ে সংখ্যায়, দরে এবং ভারে সেগুলো অনেক বেশি। এভাবে অনুপমের মামা গহনা পরখ করেছিলেন।