অতীতে নানা সময় নানারকম সংগ্রাম আন্দোলন হয়েছে। ইতিহাস এগুলো লিপিবদ্ধ করে রেখেছে। আমাদের এদেশ পরাধীন ছিল। আমাদের পূর্ব-পুরুষরা নিজেদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছেন। এগুলো আমরা ইতিহাস থেকে জানতে পারি। ফলে দেশের প্রতি আমাদের এক গভীর ভালোবাসার সৃষ্টি হয়। এভাবে ইতিহাস মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।