ইতিহাস একটি ক্রমবর্ধমান ধারা। মানব সমাজের শুরু থেকে ইতিহাসের আলোচনা শুরু হয়েছে। ইতিহাস সবসময় মানব সমাজের অতীত নিয়ে আলোচনা করলেও তা বর্তমানের দিকে ধাবিত হয়। ইতিহাসের এ ধারার কোনো পরিবর্তন হয় না। এখানে কখনও আগে সংঘটিত হওয়া কোনো ঘটনা পরে আলোচনা করা হয় না। এ কারণেই বলা যায় ইতিহাস সর্বদা অতীত থেকে বর্তমানের দিকে এগিয়ে চলে।