বিজ্ঞানী আইস্টাইনের থিওরী অব রিলেটিভিটি অনুসারে ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। যদি m ভরের বস্তুকে শক্তিতে রূপান্তর করা হয় তাহলে শক্তি E = mc² হবে। যেখানে, c = আলোর বেগ। আলোর বেগে (3 × 10° ms¯¹) বিশাল, সেটাকে বর্গ করলে আরো বিশাল হয়, অর্থাৎ অল্প একটু ভরকে শক্তিতে রূপান্তর করলে বিশাল শক্তি পাওয়া যায়। নিউক্লিয়ার শক্তিকেন্দ্রে উচ্চ ভরবিশিষ্ট বিভিন্ন পরমাণুকে বিভিন্ন কণা দ্বারা আঘাত করার মাধ্যমে বিপুল পরিমাণ শক্তি এরূপে আহরিত করা যায়।