বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের কাছে অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের জন্য বিশেষ হানিজনক বলেই প্রাবন্ধিক বিদ্যা প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন।বিদ্যা প্রকাশের জন্য বিশেষ কিছু করতে হয় না। ভেতরে বিদ্যা থাকলে রচনায় তা এমনিতেই প্রকাশ পায়। অনেকে বিদ্যা প্রকাশ করতে গিয়ে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান ভাষার কোটেশন ব্যবহার করেন। এ ধরনের কোটেশন ব্যবহার ঠিক নয়। রচনায় কেউ যদি বিদ্যা প্রকাশ করার চেষ্টা করেন তবে তা পাঠকের মনে বিরক্তি সৃষ্টি হয়। এ ধরনের বিদ্যা প্রকাশের চেষ্টা রচনার পরিপাট্যের জন্যও ক্ষতিকর। তাই প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যা প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন।