এনাটমি শব্দটি মূলত গ্রীক শব্দ হতে এসেছে যার অর্থ হলো- ব্যবচ্ছেদ।Ana অর্থ Apart (পৃথক বিচ্ছিন্ন) এবং tomy অর্থ বিভক্ত বা ব্যবচ্ছেদ করা।অর্থাৎ বুৎপত্তিগতভাবে, এনাটমি বা শরীরস্থানবিদ্যা বা অঙ্গসংস্থানবিদ্যা শরীরের বিভিন্ন অঙ্গের ব্যবচ্ছেদ নির্দেশ করে থাকে।এনাটমি জীববিজ্ঞানের একটি শাখা, যেখানে প্রাণির কাঠামো ও গঠন নিয়ে আলোচনা করা হয়।