রচনায় কোনোকিছু লিখলে সেটির পেছনে যথাযথ যুক্তি থাকতে হবে- এটি বোঝাতে লেখক আলোচ্য উক্তিটি করেছেন। যেকোনো রচনায় অনেক তথ্য উপস্থাপন করতে হয়। লেখার মান বৃদ্ধি করার প্রয়োজনে এমনটা করতে হয়। তবে রচনায় যেসব তথ্য উপস্থাপন করা হবে অর্থাৎ লেখা হবে তার প্রমাণ সবসময় না দিলেও চলে। কিন্তু প্রমাণগুলো হাতে থাকা অনিবার্য। আর যদি কোনো কথার প্রমাণ না থাকে তবে তা লেখা যাবে না। এজন্যই প্রাবন্ধিক আলোচ্য উক্তিটি করেছেন।