কল্যাণীর সুধাকণ্ঠের ললিত বাক্য তার সঙ্গের দু- তিনজন ছোট মেয়ের ওপর প্রাণের ঝরনাস্বরূপ ঝরে পড়ে।অনুপম যে গাড়িতে চড়ে মায়ের সঙ্গে তীর্থে যাচ্ছিল সেই গাড়িতে কল্যাণী দু-তিনটি ছোট ছোট মেয়েকে সাথে নিয়ে উঠেছিল। কল্যাণীর প্রাণচঞ্চল চলাফেরা ও কথা বলা অনুপমকে মুগ্ধ করে। তার মধুর কণ্ঠে উচ্চারিত সব কথাই যেন মনোমুগ্ধকর। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দচিত্তে ছোট হয়েই মেশে, তাদের গল্প শোনায়। আর কল্যাণীর সুধাকণ্ঠের ললিত বাক্য সঙ্গের মেয়েদের ওপর প্রাণের ঝরনাস্বরূপ ঝরে পড়ে।