ইতিহাস সবসময় সত্য ঘটনা উপস্থাপন করে। প্রাচীনকাল থেকে প্রবাহমান মানবসমাজের সকল ঘটনা ইতিহাসে স্থান পায়। তবে এখানে কোনো কল্পনার আশ্রয় নেওয়া হয় নি। ইতিহাসে পক্ষপাতিত্ব করার কোনো অবকাশ নেই। শুধু প্রকৃত ঘটনাই ইতিহাসে স্থান পায়। একারণেই ইতিহাসে আবেগ ও অতি কথনের কোনো ঠাঁই নেই।