প্রথা হলো আইনের প্রাচীনতম উৎস।সমাজের প্রচলিত রীতি ও নীতি, আচরণ কিংবা অচার ও অভ্যাস হচ্ছে সামাজিক প্রথা।আর এসব প্রথার আবেদন এতটাই বেশি যে এগুলোকে অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের তৈরি হবে।কালক্রমে এসকল প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি লাভ করে বর্তমানে আইনে পরিণত হয়েছে।